তন্ময় কর্মকার







মানচিত্র 


ও মেয়ে ঘুমিয়ে আছে থাক, জাগিয়ো না
ও মেয়ে যেনে গেছে, প্রাপ্তির ভাঁড়ার শূন্য
দিব্যি জেগে আছি কুয়াশার দুর্ভেদ্যতাই
হয়তো কারও চোখ খুলছে,
হয় তো বা কার ও খুলবো খুলবো করছে,
মন মন ঘি নিঃশেষ হবে প্রতিবাদের যজ্ঞে
একটার পর একটা মোম গলবে, প্রত্যেকের হাতে
স্পষ্ট হবে ভারত দেশ না, ভারত শুধুই এক মানচিত্র ।

কলকাতা ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন