অনন্যা ব্যানার্জী







ঈশ্বরী


রাত দুটো পনেরো
ধীরে ধীরে গতি শ্লথ হল সময়ের
নীরব হল আকাশ বাতাস
মৃত্যু হল ঈশ্বরীর ।
হ্যাঁ ঈশ্বরী , আমারই এক সহোদরা
একই ভ্রূণে সৃষ্টি হয়েছিলো আমাদের
একই জঠরে লালিত হয়েছিলাম আমরা
ক্রোমোজামের আবর্তে ।
ও পৃথিবীতে এসেছিলো এক বিশুদ্ধতার বাতাবরণে –
ঈশ্বরীর জীবনীশক্তি ছিলো তীব্র –
ওর হাতে ছিলো ছিন্ন ভিন্ন জরায়ুর অস্ত্র
আর শরীরে ছিলো দংশিত রক্তাক্ত আগুন ।
হৃদয়ে ছিলো দৃপ্ত তেজ
আর মুখে ঈশ্বরের অভয়বাণী ।
ওর জন্মক্ষণে রোহিণী নক্ষত্র ছিলো চরমতম উজ্জ্বল ।
তাই শ্বাপদকূলের তীব্র দংশনে
ও উৎসর্গীকৃত হয়েছে মানবজাতির প্রতি ।
এই সময়ের চরমতম অবমাননা
আমরা নাকি সভ্যতার উৎকর্ষে পৌঁছেছি –
অন্তরে পাশবিক কামনা ।
ক্রমাগত সভ্যতার সাথে লড়ে
আমার বোন আজ অমৃতলোকে
সুধাময়ী হয়ে সুখে তে আছে –
কিন্তু ও সক্ষম আজ –
ও সক্ষম মানবতার ভিত নাড়াতে ।
আজন্ম লালিত অহংকারে বেড়ে ওঠা
শ্বাপদকুলের বংশবিস্তারে লেগেছে তার অভিশাপ –
বন্ধ হয়েছে মাতৃকূলের যোনিদ্বার –
বন্ধ্যা হয়েছে নারী আজ মানবতার শোকে ।
আজ সাধনা শুধুই মানবতার লক্ষ্যে ।
গভীর রাতের নির্জন সাধনায়
শুনতে পাই ঈশ্বরের অভয়বাণী –
সহস্র বছর পরে
পৃথিবী আবার ধন্য হবে
ঈশ্বরীর চরণস্পর্শে ।
এই পৃথিবীর বুকে সে বপন করবে
সত্যিকারের মানবতা ।
সেদিন শুধু মানবতা নয়
নির্ভীক মানবায়ন হবে আমাদের মূল মন্ত্র ...।।

কলকাতা । 

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. চমৎকার ভাব ও ভাবনা। মুগ্ধ করার মত প্রতিটি লাইন। শুভ কামনা রইল কবির জন্যে

    উত্তরমুছুন
  2. নির্ভীক মানবায়ন হবে আমাদের মূল মন্ত্র ...।।



    ঠিক বলেছেন কবি ।

    উত্তরমুছুন
  3. এই পৃথিবীর বুকে সে বপন করবে
    সত্যিকারের মানবতা ।
    সেদিন শুধু মানবতা নয়
    নির্ভীক মানবায়ন হবে আমাদের মূল মন্ত্র ...।।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন