।। চারুলতা হারিয়ে গেছে ।।
শীত রৌদ্রের প্রকবে ভেজা মাটিও শুকিয়ে যাচ্ছে
ভালোবাসার নীল সাগর বালতি জলে ঠেকেছে
শুধু পরে আছে সাম্রাজ্যের চিহ্ন টুকু্...
হাত ধরে ছিলাম যে সম্পর্কটার
বিবর্তনের তোড়ে বদলে ফেলেছে নিজেকে
সংসার আর সন্তান-সন্ততির দায়িত্ব এড়িয়ে যায় এখন ' মিন্সে '
শুধু টাকা চায় ! লাখ লাখ টাকা ।
এখন,
নারীত্বের গায়ে হাত তোলে সে
কখনো চ্যালা কাঠে ।
স্কুল ড্রেসে পালিয়ে গিয়েছিলাম একদিন
আহ্লাদ গুলো যার জন্য ত্যাগ করেছিলাম
জানতাম না, ঘর-জামাই থাকাই তার প্রিয়তা ছিল ।
বাবাই, খুব করে বারন করেছিলো ; আমি শুনিনি ।
ওই ছোট লোকের বাচ্চা কে স্বীকৃতি দিতে চেয়েছিলাম
ভালোবাসার বস্ত্রে চেয়েছিলাম সামাজিক করতে
আমি নিরাশ হয়েছি !
দেওয়াল গুলো ধরে কাঁদতে কাঁদতে ভিজে গেছে
তবু, কান্না আর কেউ শুনতেও পায় না আমার !
শুধু দিনান্তে শরীরটা খেয়ে খেয়ে ফোঁপরা করে দিয়েছে সে
ফেলে রেখেছে এখন নরম মাষের সুখ মেটানোর 'মাগি'টাকে
তবু আমি চুপ থেকেছি ; সন্তানের মুখ থেকে স্তন কেড়েছে
পদে পদে আমাকে খুন করেছে ;
আমি তখনও চুপ থেকেছি !
দেবপ্রিয়,
এখনো তুই আমাকে ভালোবাসিস ?
যে তোকে শুধু ঘৃণাই করেছে
যে তোকে বন্ধু সুখটাও দেয়নি ।
কি করে পারিস তুই এতো ভালবাসতে, দেবপ্রিয় ?
জোঁকে সব রক্ত শুষে নিয়েছে ...
তা জেনেও তুই ভালবাসিস আমাকে ?
জানিস দেবপ্রিয় আজ খুব মনে পড়ছে তোর কথা
যে পাগলামো গুলো করতিস সে কথা,
আমি জানতাম, সাতগলির ভিতর যে ছেলেটি অন্ধকারে দাড়িয়ে থাকতো রোজ
আমার জন্য, আমাকে একবার দেখার জন্য !
ওটা তুই ; হুম আমি জানতাম ওটা তুই'ই ছিলি ।
বিশ্বাস কর, চার দেওয়াল থেকে বেড়িয়ে
খুব যেতে ইচ্ছা করছে আজ ;
মনে হচ্ছে এক ছুটে চলে যাই তোর কাছে ।
দেবপ্রিয় , তোর চারুলতা হারিয়ে গেছে রে
তোর চারুলতা মরে গেছে...
।। প্রশ্ন আছে... ।।
১৫ই আগস্ট...
স্বাধীনতা, মুক্তি...।।
খবরের কাগজ বলছে
চীৎকার করে...
ভারতবাসী দেখো, তুমি স্বাধীন...
তুমি স্বাধীন...।।
এরপরও,...
৬৫ বছর পর-ও
প্রশ্ন আছে একটা ;
হিয়ায় হাত রেখে বলো...
"যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব তবু মিথ্যা বলিব না "
তুমি সত্যিই কি স্বাধীন ?
বর্ধমান ।
1 মন্তব্যসমূহ
অদ্ভুত লেখনী --
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন