পাঞ্চালী দত্ত








ইচ্ছে আড়ি


প্রথম স্বপ্ন থেকে সরে
ভেসে গেছি অনেক দূরে
গাঙচিল হয়ে
মধ্যাহ্নের দ্বিতীয় প্রহরে ।
রজনীগন্ধার সাথে একে একে জুড়ে
বেঁধেছিলো মালা বাসি ফুলের সুরে ,
পুড়ে গেছে যজ্ঞ কুণ্ডে –
রাতের প্রথম প্রহরে ।
দ্বিতীয় স্বপ্নের শুরুতে
ভেজা ঘাসের মাথায়
ফুটেছে বিন্দু বিন্দু স্বপ্ন রুপ-রেখায়
দখিনার হাওয়া বয়ে যায়
বিশল্যকরণীর পাতার ফাঁকে
সকালের স্ক্রিপ্ট নাটক-পর্দায় –
বাস্তবের অলিগলি সাপ লুডো খেলায়
লাল ঘুঁটির সাথে সবুজ
চলে করিডোরের জানালায় ।
চন্দ্রাবলীর রুপোলী স্রোতে
নীল মেখলার সাজে
স্বপ্নেরা সারি সারি চলে
আঁচলের সিরহি বেয়ে
অলকানন্দার জলে ।

কলকাতা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ