ইচ্ছে ডানা
খুব ইচ্ছা করে
আর ও একবার নীল শাড়ীতে নিজেকে সাজিয়ে নিয়ে হাজির হই তোমার সামনে -
ট্র্যাফিক জ্যাম আর নাগরিক ভিড়ে তোমায় খুঁজে নিয়ে
ভাসিয়ে দেই তোমায় আমার ঐ রঙিন বিকেলে -
তার পরে হঠাৎ -ই ঝুপ করে নেমে আসা ব্যাস্ত সন্ধ্যায়
তোমার হাতখানি ছুঁয়ে -
পরিযায়ী পাখির তীব্র আবেদনে হারিয়ে ফেলি !
হ্যাঁ নিজেকেই হারিয়ে ফেলি আবার |
স্বপ্নমেদুর
আকাশ ,
তুমি কি আরো একবার প্রেমে পরবে ?
বলোনা !
না হয় স্বপ্ন মাখা ঘুমোঘর নিয়ে
তুমি আমার হাত টি
ধরোনা !
বৃষ্টি মাখা শীত দুপুরে
মেঘের সাথে
খেলোনা !
মন খারাপের হাত ছেড়ে আজ
জল ছাপ ছাপ থৈ থৈ ,
বৃষ্টি নেশায় ঈচ্ছে ডানার
মন রাঙানোর হৈ চৈ !
ঠোঁটের আদরে মাতিয়ে দিয়ে
মাতাল হই আজ
চলোনা !
আকাশ
তুমি কি আরো একবার প্রেমে পরবে ?
বলোনা !!
না - কবিতা
তোমার জন্য চুরি করে এনেছিলাম এক অরুন্ধুতি বিকেল -
সেদিন বোধ হয় সাফল্য মণ্ডিত হয়েছিলো
আমার প্রেম , পূর্ণাবয়ব প্রকৃতি |
মৃগনাভীর মোহে ক্রমাগত ডুবতে থাকা
আমার অবয়বের অন্তরালে যে প্রেম ভেসেছিলো -
তাতে ঈর্ষান্বিত হয়েছিলেন স্বয়ং ঈশ্বর |
আর তাঁর কটাক্ষ কেই ছুঁড়ে দিয়েছিলাম আমি চ্যালেঞ্জ -
হয়তো এসপার নয়তো ওসপার করবো আমার মোহের -
আগুনপাখির মত বাস করবো আমি তোমার হৃদয়ে -
আর সেই থেকেই নিত্য রাতে আমি সেজে উঠি -
এক ঝর্ণা রূপে !
উপত্যকা থেকে আরেক উপত্যকায় ঝাঁপ দেই
চাঁদ ফুল সব ই থাকে সঙ্গী থাকে -
শুধু এখন ও ঈর্ষান্বিত হন ইশ্বর ,
আমার তীব্র প্রেমের আবেগে …।।
কলকাতা ।
1 মন্তব্যসমূহ
ছোট্ট ছোট্ট লেখা - ভাবনা অনেক দুরের । দুরন্ত লেখা ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন