তোমারেই যে ভাবছি
মনে মনে ক্ষণে ক্ষণে
তোমারেই যে ভাবছি
আমি তোমার সেই পথিক ,
যার পিয়াসে ,
আঁজলা ভরে জল দিয়ে ,
ঠোটের কোণে ,
মিলিয়ে যাওয়া প্রানে এনেছ ,
বেঁচে থাকার বারতা ।
কোষ্ঠী পাথরে যাচাই হয়ে ,
প্রানের উষ্ণতা ফিরে এলো
মনে মনে ক্ষণে ক্ষণে ।
তুমি আছ ঘুম জরানো
চোখের পাতায় ,
চোখ বুজলেই দেখি তোমায় ,
তাই মনে মনে ক্ষণে ক্ষণে
তোমারেই যে ভাবছি ।
তুমি আছ স্নায়ু জুড়ে ,
ইন্দ্রিয়তে নাড়া খেলে
তুমি জেগে উঠো সমহিমায়।
তাই মনে মনে ক্ষণে ক্ষণে
তোমারেই যে ভাবছি ।
চকিতে দেখা দিয়ে গেলে
ঐ পথে !!
ঐ পথ –ই তোমার পরম বন্ধু ।
দেশকে ভালোবেসে ,
পথের মাঝে মিছিলে ,
মিলিয়ে যাও তুমি
তেজদীপ্ত পায়ে ।
তাই মনে মনে ক্ষণে ক্ষণে
তোমারেই যে ভাবছি ।
তুমি ফিরবে .........ফিরবে
এই পথেই !!
ঢাকা ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন