ইমেল নাঈম







কবিতার জন্যে আবেদন

অজানা অভিমানে লিখবো না বলে হয়েছিল কলমের মুখ বন্ধ
সেই থেকে হয় না মুখদর্শন কবিতার চা কিংবা ছন্দের বিস্কিটের। দুপুরের খাদ্য তালিকায় রূপকের চর্চরীটা বড্ড মিস করি... ফিরে এসো অভিমানী
হোক তোমার পুনরাগমন চীরচেনা এই বন্দরে।
বিশ্বাস করো কতদিন যাই না খালপাড়ে দেখি না দুষ্টামিরত সেই নাম না জানা ছোট্ট কিশোরীটিকে। সে কি এখনও গায়ে কাদা জল মাখে মাটিতে গড়িয়ে, নাকি তোমায় না দেখে চুপসে গেছে পেট কাটা ব্যালুনের মত।
নাম না জানা নদীটির কি খবর? সেখানে কি স্রোত হাসে
নাকি সেও তোমার কলমের মত
মন খারাপ করে নিস্তেজ হয়ে গেছে।
বন্ধু, তুমি কি আমাকে নিয়ে যাবে সেই খালপাড় কিংবা নদীটির ধারে, আমি দুর হতে দাড়িয়ে দেখবো প্রেমিক দৃষ্টি দিয়ে সেই কিশোরীটিকে আর বহমান স্রোতের গান শুনবো মুগ্ধতায়
কি নেবে তো আমায়, তোমার কবিতা দিয়ে ?


চট্টগ্রাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ