সবুজ ঘাস ও একটি রক্তবিন্দু
একটি তারা খসে পড়েছিল
ঘাসের ওপর, চোখের জল হয়ে।
আরেকটি তারা টুপ করে ডুবে গেছিল,
পদ্মানদীর বুকে, রক্তের ফোঁটা হয়ে।
ঝকঝকে তারাগুলো সেই সময়টায়-
বাংলার আকাশ থেকে একটা একটা করে হারিয়ে যাচ্ছিল,
সময়ের ঘূর্ণিপাকে,
স্বার্থলোভী কিছু দেশদ্রোহীদের বিষনজরে।
তারাদের সব আলো ভেসে গিয়েছিল
সেই পলাশীর প্রান্তর ছাড়িয়ে আরো দূরে-
কিংবা নীলাকাশের সীমানা ছাড়িয়ে -
আরো দূরে….অমৃতলোকগামী রশ্মিপথে।...
অথচ, আজ দেখো কেমন ঘাস সবুজ রঙের ওপর,
রক্তলাল সূর্য্যের ফোঁটা সেই তারাদের স্মৃতি বয়ে-
বিক্ষোভে,বিদ্রোহে,জাতীয় সমারোহে,বিজয় দিবসের প্রাঙ্গনে,
জীবনের লাবণ্যে প্রবর্দ্ধমান হয়ে দুলছে, উড়ছে,
স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা হয়ে।
কলকাতা ।
2 মন্তব্যসমূহ
দারুন । বাংলার বিজয়ে এমন লেখা এমন আয়োজন সত্যি মুগ্ধ করে বাংলা ভেবে ।
উত্তরমুছুনঅপূর্ব একটি লেখা -
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন