মৌ দাশগুপ্তা







 নারী

সাঁঝসকালে স্বপ্নমায়ায়-
দিন কি রাতের আলোছায়ায়,
দীঘল কালো চোখের পাতায়

ঘনায় কালোমেঘ।।
বদ্ধ ঘরে সঙ্গোপনে-
একলা থাকার বিরল ক্ষণে
ভাবনা জমে আপনমনে,
গুমরায় ভাবাবেগ।।
যতই তুমি সৃষ্টি করো,
বৃষ্টি হয়ে যতই ঝরো,
কৃষ্টিকলায় হও না দড়,
কানাকড়ি দাম তার।।
সেই বিকোবে সোনার দামে,
সম্পর্কের রঙ্গীন খামে,
বিবাহোত্তর নতুন নামে,
ভ্রান্ত অহঙ্কার।।
কাজের ফাঁকে,দিনের শেষে,
কান্না হাসির ঢেউয়ে মিশে,
চাহিদারা যাবেই ভেসে,
জানবে তুমি ঠিক।।
হোক পরিচয় যতই ভারী,
যতই ভাবো পাল্লাভারী,
এই দুনিয়ায় তুমি নারী,
দ্বিতীয় নাগরিক।।

কলকাতা ।


মৌ দাশগুপ্তা মৌ দাশগুপ্তা Reviewed by Pd on ডিসেম্বর ১৫, ২০১২ Rating: 5

২টি মন্তব্য:

  1. সেই বিকোবে সোনার দামে,
    সম্পর্কের রঙ্গীন খামে,
    বিবাহোত্তর নতুন নামে,
    ভ্রান্ত অহঙ্কার।।


    অনবদ্য । ছন্দে ছন্দে মনের যেন বহিঃপ্রকাশ ।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.