মোহাম্মদ আন্‌ওয়ারুল কবীর







নারী বিষয়ক পদাবলী 


১.।

মেয়েরা কেমন হয়?
আড়ি পেতে শুনা
চাবুক হাতে নীটশে, ' হে: হে:, যাচ্ছি মেয়েদের কাছে !'
'অদেয় কিছু নেই', হাতে ধরা কাটা কান হাসে ভ্যানগগ
গুরুগম্ভীর কন্ঠ, ফ্রয়েডই বটে - 'মেয়েরা এমনই হয় ! '
কাঁপা গলায় গেয়ে ওঠে রসিক বুড়ো
'আপন মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা' ।
কনফিউজড আমি, গাধা প্রশ্ন- মেয়েরা কেমন হয়?

২।
 ব্ল্যাকহোল মন
'নারী মন দেবা ন জানন্তি কুত: মনুষ্যা' - শাস্ত্রকথন
জড়িয়ে তনুদেহ চিনি রতিলীলা, চিনি কি তোমায়!
উপান্তে আমি সুড়ঙ্গে মায়া আলো-আধাঁরি
টানছে আমায় ভীষণভাবে -
ম্যাজিক তোমার ব্ল্যাকহোল মন।

৩।
নারী মন
তর্জনী বৃদ্ধাংগুলী চেপে তোমার শিরা
ঢিপ ঢিপ ঢিপ
ধরেছি শরীরি নাড়ি-
শুনেছি তোমার হৃদস্পন্দন কতবার ।
শরীর জাগায় শরীর, জানে শরীর মানচিত্র
এভাবে কতদিন তুমি আমি।
স্বপ্ন ছিল মন ছুঁয়ে যাওয়া
ধরব মন নাড়ি-
মন জানবে মন মানচিত্র।
মন কি জানে মন !
বছরের পর বছর যায় তুমি আমি ।
কার্তিক কুয়াশাভোর রহস্য প্রান্তর
মায়া প্রহেলিকা কুজ্ঝটিকা আজো তোমার মন
শুধু কি নারী বলেই!

৪।
 নারী তুমি জাদু জানো
কুহেলিকা, প্রহেলিকা বুঝি না আমি
আমি বিজ্ঞান, গদ্য মানুষ
চাঁদে নামি নীল আর্মস্ট্রং হয়ে ।
মান, অভিমান জানি না আমি
কষ্টি পাথরে যুক্তি খুঁজি
আরুজ আলী মাতুব্বর অবয়বে।
শেষটায় হায় গোলক ধাঁধা -
নতজানু নীল আর্মস্ট্রং
যুক্তি ফেলে কুয়াশা কবিতা
লিখে চলছে মাতুব্বর
নারী, তোমারই জন্য ।

৫।
 কুহক নারী
স্বেচ্ছা নির্বাসন ফেলে নারী
পোড়ায়ে খোয়াবনামা আমি ধ্যানী ঋষি
অটোসাজেশনে সহসা বোধহীন ফসিল ।
চোখে ঠুলি তাজ্জিব তবু ঝরে জল
ঈশ্বর নিরূপায় ডরায় কুহক নারী।

ঢাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. অসাধারণ লেখনী। খুবই ভাল লাগল।
    আজই এ ব্লগটি চোখে পড়লো। চমৎকার আয়োজন। আপনাকে এবং সকল ব্লগারদের শুভেচ্ছা।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন