ভালবাসার করনেই পৃথিবী রঙ্গিন
ওরা বলে ভালবাসা দুঃখ দেয়
--------- আমি বলি দুঃখ না থাকলে সুখ আসেনা
ওরা বলে ভালবাসা কষ্ট দেয়
--------- আমি বলি কষ্ট না পেলে হৃদয়ের ভাষা বুঝেনা ।
ওরা বলে ভালবাসা জীবনকে নষ্ট করে
--------- আমি বলি ভালবাসা জীবনকে জাগিয়ে তুলে
ওরা বলে ভালবাসা এলোমেলো পথে এগিয়ে যায়
--------- আমি বলি ভালবাসা আছে বলেই সরল পথে চলে ।
ওরা বলে ভালবাসা যন্ত্রনা দেয়
--------- আমি বলি ভালবাসা আছে বলেই শান্তি প্রতিষ্ঠিত হয় ।
ওরা বলে ভালবাসা দূরত্ব বাড়ায়
--------- আমি বলি ভালবাসা সেতু বন্ধনে সহায়ক হয় ।
ওরা বলে ভালবাসা অর্থহীন
--------- আমি বলি ভালবাসা ছাড়া জীবন স্বপ্নহীন
ওরা বলে ভালবাসা আলো হয় আঁধার
--------- আমি বলি ভালবাসার করনেই পৃথিবী রঙ্গিন ।
ঢাকা।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন