শামীম পারভেজ








এটাই আমার লাল সবুজের বাংলাদেশ  

নয়নের অশ্রু ঝরতে ঝরতে নদী
নদী ভরা অশ্রু প্রবাহ জমতে জমতে হয়েছে সমুদ্র
সমুদ্রের নোনা জলের প্রতিটি ফোঁটায় ফোঁটায় ভেসে উঠছে
আমার মা বাবা ভাই বোন সন্তান বন্ধুদের একটি প্রতিচ্ছবি
কষ্ট বেদনা হাহাকার চিৎকার আজো আঘাত করছে আমার কর্ন পর্দায়
শুনতে পাচ্ছি
হায়ানাদের বিষাক্ত নখ যুক্ত থাবার শব্দ
মা বোনকে ধর্ষনের মূহুর্তে কষ্টের চিৎকারের শব্দ
ক্ষুধার্ত নিষ্পাপ সন্তানের কান্নার শব্দ
শুরু হলো মুক্তিযুদ্ধ একদিন শেষও হলো
মুক্ত হলো বাঙ্গালী জাতি
মুক্ত হলো ভূমি
মুক্ত হলো গাছপালা লতাপাতা পশুপাখি
ফিরে এলো শান্তি
আমরা হলাম স্বাধীন
তবু কেন আমরা এখনো অশ্রু ঝরাই !
এখন আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবো !
বর্ববর ঘৃন্য হিংস্র শয়তাদের গুলিতে তারা রক্ত ঝরিয়েছিল
আর সেই তাজা রক্তের লাল রঙ এ রঞ্জিত হয়েছিল সবুজ আঙ্গিনা
আজও এ আঙ্গিনাকে বিভিন্ন আকারে তৈরি করে
কখনো গগনে উড়িয়ে
কখনো বুকেতে জড়িয়ে
চলছি , ঘুরছি
হৃদয়ের ভালবাসায় ল্যামিনেট করে বলে বেড়াচ্ছি
এটাই আমার লাল সবুজের বাংলাদেশ ।



বিজয় মানেই -  নতুন প্রজন্মকে মুকুট পড়িয়ে দেওয়া 

বিজয় মানেই - সবুজের মাঝে লাল টিপ পড়া
বিজয় মানেই - রঙ এর মাঝে মাতামতি করা
বিজয় মানেই - গগনে রঙ্গিন বেলুন উড়ানো
বিজয় মানেই - ভালবাসা মায়া মমতায় জড়ানো
বিজয় মানেই - উড়ুক শান্তির পায়রা চারিদিক
বিজয় মানেই - সবাই এগিয়ে যাক নির্ভিক
বিজয় মানেই - মুখে হাসি ফুটুক সবার মাঝে
বিজয় মানেই - গতি বাড়ুক ছোট বড় সকল কাজে
বিজয় মানেই - অতীত ইতিহাস থেকে কিছু শেখা
বিজয় মানেই - দেশ গড়ায় নতুন নতুন স্বপ্ন দেখা
বিজয় মানেই - লাল সবুজের পতাকাকে বিশ্ব তুলে ধরা
বিজয় মানেই - সোনার বাংলাকে আরো সোনালী করা
বিজয় মানেই - বিজয় মাসে খোলা মনে মুক্তির গান গাওয়া
বিজয় মানেই - বিজয় দিবসে নতুন প্রজন্মকে মুকুট পড়িয়ে দেওয়া।




আজ নয়ন পর্দায় ভেসে উঠছে ইতিহাস

স্মৃতির পর্দায় আজ ভেসে উঠছে
আর বিজয়ের মাস এলেই যেন এগুলো গাঢ় হয়ে ভেসে উঠে
ভেসে উঠে হানাদারদের সেই অত্যাচার , নির্যাতন , খুনের দৃশ্যগুলো
গ্রেনেড বুলেট শেল ইত্যাদির মত মারনাস্ত্রের ভীতিকর শব্দ কর্ন পর্দায় আঘাত করতেই
দৌড়ে পালাতো ঐ সব এলাকার জনগণ
তখন কারো খেয়াল থাকতোনা বাড়ি সম্পদের কথা
শুধু ব্যস্ত থাকতো প্রাণটা বাঁচাতে
গন্তব্যহীন ভাবে এদিক ওদিক ছুটাছুটি
অথবা সীমান্ত পাড়ি দিতে হতো ।
ভেসে উঠছে -
ঘটঘুটে কালো অন্ধকারে ঢিঢি ঢুঢু শব্দই বলে দিত কারো প্রাণ নাশ হয়েছে
ভোরের আলোতে ফুটে উঠতো সেই সত্যকারের দৃশ্যটি
দেখা যেতো রিক্সায় এলোমেলো ভাবে শুয়ে আছে প্রাণহীন লাশগুলো ।
ভেসে উঠছে -
ফুটপাথে পড়ে থাকা মা, নগ্ন দেহে দুই হাত ছড়িয়ে শুয়ে আছে মৃত্যুকে আলিংগন করে
আর মায়ের বেঁচে যাওয়া ছোট্ট শিশুটি পাশে বসে বসে দেখছে মায়ের মুখটি
একবার বুকে মাথা রাখছে
কখনোরা ঘুমন্ত মাকে জাগানোর চেষ্ঠা করছে
ক্ষুধার্থ শিশুটি মায়ের উম্মুক্ত স্তনের বানে টেনে টেনে দুধ পানে চেষ্টা করছে
সেতো জানেনা এটা তার ব্যর্থ চেষ্টা
সেতো জানেনা কে বা কারা তার মাকে চিরবিদায়ের পথে ঠেলে দিয়েছে ।
ভেসে উঠছে -
বাতাসে মিশ্রত পঁচা দূর্গন্ধ টেনে নিয়ে যাওয়া সেই নালা খাল বিল বদ্ধভূমির দৃশ্য
যেখানে মুখ হাত বাঁধা সোনার মানুষগুলোকে শেষ করে রেখেছে
উপহার দিয়েছে ব্রাশ ফায়ার আর ব্যানটের খোঁচা ।
ভেসে উঠছে -
হায়ানাদের থাবায় মৃত বাবা মা ভাই বোন বন্ধুদের লাশেকে ঘিরে
কাক শৃগাল শকুনের উল্লাস
এ সব দৃশ্যের শেষ কোথায় ?
আজ শুধু জানতে ইচ্ছে করে
রিক্সায় পড়ে থাকা লাশগুলো তাদের স্বজনরা পেয়েছিল কিনা ?
মায়ের সেই শিশুটি আজ কোথায় , কত বড় হেয়েছে সে ?
কার কার আত্বীয়দের নিয়ে পশু পাখিরা উল্লাশ করছিল ?
আজ নয়ন পর্দায় ভেসে উঠছে ইতিহাস ।






ঢাকা ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন