ঝিলিমিলি







দেশের জন্যে কবিতা 

অনেক কঠিন কাজ দেশের জন্য কবিতা লিখা ,
দেশের রাজমুকুট ছিলো ,
মুকুটটা হারিয়ে গেছে বলে
জীবনের ফুল ফুটতে গিয়েও থমকে যায় ।
কাজল অশ্রুর বন্যায় লেপটে দেয়
দেশের সোনার চেহারাটিকে ,
অভিমানী দেশকে তাই সাজাতে পারি না ।
দেশ কন্যা যে খুব আহ্লাদী ,
পুরানো প্রেম তার বুকে গাঁথা ,
ফিরিয়ে দিতে বলে তার হাতের কাঁকন
যা কিনা রিনিঝিনিতে সদাই বাজতো ।
আর কপালের বাহারির টিপ পরার কথা বললে
সে পা ছড়িয়ে কাঁদতে থাকে ,
কারণ তার প্রেমিক যুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তেও
দুরের রাঙিয়ে থাকার জলপদ্মকে এনে দিয়াছিলো ,
সে খোঁপাতে জড়িয়ে রেখে প্রতি রাতে
তাকেই স্মরণ করতো আর চাঁদের কানে
তার টুকরো টুকরো কথাগুলোকে জমিয়ে রাখতো ।
ফিরে আসে নাই আজ অবধি তার স্বপ্ন-পুরুষ ,
দেশ কন্যা আজ পৌঢ়ত্বের বলিরেখায় ,
তবু স্বাধীনতার হাত- পা ধরে সে কেঁদে শুধায় ,
কোথায় হারিয়ে গেছে সেই প্রেমিক পুরুষ তার ?


নিউজিল্যান্ড ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন