পাতা কুড়ানো শিশুর স্বাধীনতা
স্বাধীনতার সংজ্ঞা বোঝে না ফুটপাতের পাতা কুড়ানো সেই শিশুটি , অভাব ও দারিদ্র্যতার সাথে লড়াই করে পরাজিত নিজেকে প্রস্তুত করছে আগামী দিনের জন্যে । তার জন্যে কেউ কি নিয়ে আসতে পারবেন স্বাধীনতার সংজ্ঞা সমৃদ্ধ অবিধান? যা পড়ে সে ভুলবে স্বাধীন দেশে পরাধীনতার কষ্ট !
বিশেষ দিনে দেশপ্রেমিকের সংখ্যাগরিষ্ঠতা হয়তো তার মনে কাঁপন ধরিয়ে দেয় , সে ভাবে বছরের বাকি সময়ে এইসব শিয়াল পণ্ডিতের দল থাকে কই ? তার জীবনের গল্প কথন সভা, স্যামিনার ও বক্তৃতায় ফুলঝুরি হয়ে ফুটে । বক্তৃতার উৎসবের সমাপনের পরে সে কাউকেই দেখে না
তার জীবনের কথা ভাবতে ।
সর্বত্র না পাওয়ার বেদনা তাকে কুড়ে খায় প্রতিনিয়ত, তার হৃদয়ে বয়ে যায় দুঃখেরই রক্তক্ষরণ । বিয়োগান্ত সময়ে কিছুটা আক্ষেপের চোটে ক্ষয়প্রাপ্ত হৃদয়ে কেউ তো লাগিয়ে দেয় না স্বাধীনতা নামক এন্টিসেপ্টিক ক্রিম।
আজ তার কিছুই চাওয়ার নেই নগরীর এই ফুটপাত ও সমাজ ব্যবস্থার কাছ থেকে । তার গগণে কখনো রোদ হাসে না , সব সময় হৈহৈ করে বৃষ্টি এসে ভেঙ্গে দেয় প্রতিটি স্বপ্নকে নীরবে , সেই বৃষ্টির পানি চোখের জল হয়ে ঝরে প্রতিটি প্রহর ।
চট্টগ্রাম।
1 মন্তব্যসমূহ
বেশ সুন্দর তুলে ধরেছেন ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন