অমরত্বে বিজয়গাঁথা
কিছু শব্দের মহিমা লিখব শহীদ স্মরণে
সুমধুর উচ্চারণে নাম যার বিজয়,
'বিজয়' শব্দটি লিখতে আজ আর-
কলমের কালি ব্যবহৃত হয়না আধুনিক প্রযুক্তিতে !
অথচ, এই বিজয় কথাটিতে মিশে আছে-
বুকের তাজা রক্তের অনুদান
যে অনুদানে অনুরঞ্জিত হয়েছে
তোমার আমার দেশ "বাংলাদেশ"।
গানে গানে সুরে সুরে সবুজ বনায়নের
সুমিষ্ট সারল্য উল্লাস কথপোকথন,
সব কিছুর মাঝেই আমার বাংলা বলতে
বিজয়ের সুরধনি প্রতিধ্বনিত হয় দিকে দিকে
খুঁজে পাই স্বদেশ গৌরবের মহা গুঞ্জন
এর শাব্দিকতা আজও স্মরণে আনে
গ্রেনেড মেশিনগান তাজা রক্তনদীর প্লাবন।
শব্দের গতিতে এর উপস্থাপন-
আর কিবা করা,
হৃদয়ের রক্ত সবুজ প্রান্তর'কে রঞ্জিত করে
দিয়ে যাওয়া লাল সবুজের পতাকা-
আজ জাতীর অবলম্বন।
অসংখ্য অসহায় পিতা মাতার শরীরে অসহ্য-
চাবুকের আঘাত লেখা আছে বাংলার মানচিত্রে
পশুত্বের কবলে নির্মমতার স্বাক্ষ্য রেখেছে-
এদেশের অগনিত মা-বোনের সম্ভ্রম,
শহীদ কারা, কতটুকু তাদের আত্মত্যাগ;
সে'টা কি শুধু শহীদ মিনারে পুষ্পার্ঘে বন্দী নামকরণে সীমাবদ্ধ ?
শহীদদের নিয়ে শব্দ উচ্চারণে বিজয় কথা
এ কোন ইতিহাসে ইতি টানার নয়—
আজো বিজয়ের মিছিলে রক্তখেকো হানাদার লুকিয়ে
গা ঢাকা দিয়ে নির্বিচারে দাপিয়ে বেড়ায়-
সবুজ পতাকার উচ্চ শিখরে বক্তৃতার মঞ্চ !
কি লিখবো আমি বিজয় নিয়ে ?
বিজয় বাংলার রক্ত লেখা পটভুমি, মানুষের লাশ;
মা-বোনের সম্ভ্রমহানি, অনিচ্ছার জন্মগাঁথা-
নরপিশাচের আমানতে স্বীকৃত বীরাঙ্গনার নামাবলী ।
চট্টগ্রাম ।
2 মন্তব্যসমূহ
স্পর্শ করে গেলেন ।
উত্তরমুছুনআজো বিজয়ের মিছিলে রক্তখেকো হানাদার লুকিয়ে
উত্তরমুছুনগা ঢাকা দিয়ে নির্বিচারে দাপিয়ে বেড়ায়-
সবুজ পতাকার উচ্চ শিখরে বক্তৃতার মঞ্চ !
কি লিখবো আমি বিজয় নিয়ে ?
--------------------------
কবির আক্ষেপ যথেষ্ট সংবেদনশীল - সত্যি আজও ভাবি এই বিজয় কাঙ্ক্ষিত সেই বিজয় কি না । ভালো লিখেছেন কবি ।
সুচিন্তিত মতামত দিন