জেনেছি সবই
মিনিট ঘণ্টার অন্তরালে
বিরামহীন জপে বেদনা নামে
চেতন ইঞ্জিন গর্জে চলে
মিলিয়ে তাল অতল বন্যায় ।
জ্বলে ফুলকি চোখ চুম্বক
মোম হয়ে গলে করতলে
সরে যায় ত্যক্ত তটরেখা
অতীতের লুপ্ত প্রচ্ছদ ।
চলে যাবার দিন কেন
যায় পুড়ে শুকনো ঠোঁট , চক্ষু , গলা
শরীরের সরল সম্পদ ছিল যতটুকু
কুঁড়ে খায় এখন ক্ষমাহীন হৃদয় ।
হৃদয় পথ
রাত্রি যতই শুধু ভোর হতে চায়
তারাগুলি ক্রমশ হারায়
হাড়ে হাড়ে ছেয়ে যায় উত্ক ন্ঠা
ভেতর থেকে সাপের বিষ হয়ে -
যার কথা ভেবে জল ভেঙ্গে ভেঙ্গে
আড়ালে কাঙাল করেছি বুকের গঠন
তবুও আজও ভাবি ,
তার পথ হোক আমার মাঝে
এই তার আদিম শিবির
বিমূঢ় তাকিয়ে যেন দেখি মনের মাঝে
লুকিয়ে থাকা নিরন্তর ভালোবাসা ।
বরিশাল ।
1 মন্তব্যসমূহ
সুন্দর ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন