বিজয় মমত্বের কাঙাল আমি
আমার বস্ত্রহরণ করতে গিয়ে খেয়ালই করতে পারোনি তুমি নগ্ন হলে কখন;
ভ্রষ্ট ইতিহাসের নিমগ্ন পাঠকের কূমন্ত্রনায় রক্ত বদলের ক্ষিপ্রতায়
বদলে হয়েছো মেকি বেড়াল ঘোড়হীন নর্তকীর চরিত্র পড়ে ।
স্বাধীকারকে নিজস্ব প্রবৃত্বির সহায় ভেবে খুলেছো নিজের আদিগন্ত;
বোধের বিষবৃক্ষের সাথে ল্যাপ্টে থাকা ক্ষনজন্মের শক্তি নিয়ে
নষ্ট উদ্দিপনায় আন্দোলিত হয়ে দলিত করতে চাও বিবেকের ইমেজ ।
বুড়িয়ে যাওয়া উত্তেজনার আসক্তি বিলানো তুমি ভুলে গেলে
ভুলেও ক্ষুদায় বুভুক্ষু উলঙ্গ শকূন হতে চাইনা তোমার মতো
বিজয় মমত্বের কাঙাল আমি ন্যাকা আর বজ্জাতই থাকতে চাই হাজার জনম ।।
চট্টগ্রাম ।
2 মন্তব্যসমূহ
ভাবনায় শক্তি আছে । সুন্দর লিখেছেন ।
উত্তরমুছুনভীষণ ভালো একটি লেখা ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন