ফারহানা খানম








স্বপ্ন

স্বপ্নলতাটা আগুনে পুড়িয়ে একাত্তরে
শকুনেরা শহীদের শব নিয়ে মেতেছিল
উন্মাতাল নৃত্যে, সমগ্র রাজপথ রক্তে রঞ্জিত নকশিকাঁথা।
প্রতিটা নকশা এক একটা ইতিহাস আর
সম্ভ্রম সেতো ছেঁড়া সুত।
হায়েনার উল্লাস। নির্লজ্জ নগ্ন তাণ্ডব
থামেনি এখনও,
অবাধে বিচরণ করে সেই নিষিদ্ধ শুকর সর্বত্রই
যন্ত্রণায় নীল হই; লজ্জায় নিজেকে লুকাই।
বিজাতীয় এক হাওয়া বইছে, ঝড়ের পূর্বাভাস যেন!
ঝড় উঠুক!
কালবিনাশী ঝড়ে লন্ড-ভণ্ড হোক সব
সর্বনাশী আবেগ ...
চৈতি হাওয়ায় উত্তাপে জ্বলছে দাবানল জনপদে।
শিরায় শিরায় জাগুক তান্ডব; ক্ষয়িষ্ণু চেতনায়
পুড়ে ছাই হোক। তারপর এই
ধ্বংসস্তূপ এর বুকে জন্ম নেবে বীজমন্ত্রে থাকা স্বপ্নলতা
নতুন স্বপ্ন নতুন এক দেশ,
বিলুপ্ত নগরীর বুকে যেমন জন্ম নেয় নতুন সভ্যতা।


ঢাকা।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. অবাধে বিচরণ করে সেই নিষিদ্ধ শুকর সর্বত্রই
    যন্ত্রণায় নীল হই; লজ্জায় নিজেকে লুকাই।

    ---------------------------
    সত্যি ভাবতেও পারি না , আজও সেই শুকুর গুলো মসনদে , রাজপথে দীপ্ত বলিয়ান । সুন্দর লিখেছেন ।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন