স্মৃতি রায় / আজন্মের উত্তাপ এক দুই তিন



স্মৃতি রায় / আজন্মের উত্তাপ এক দুই তিন



আজন্মের উত্তাপ এক দুই তিন
স্মৃতি রায়


আর তেমন করুণ করে বলা হলো না জিরাফ মামলার তদন্তে ঘুমহীন নদী কে বলে পার্লেজী মহাকাশ পর্যন্ত বিকেল পর্ব তারপর সব নাজুক ব্লাউজের বোতাম থেকে ব্রাউজার ব্যাকুল আঁকতে গিয়ে সোনালী করে শতাংশ ধাপ আগামীকাল ঝুঁকে যাবে মৌসুমী বায়ুর তাগিদে টাঙিয়ে নেবে অপর এক জন্ম যার নাম হাতপাখা -

এভাবেই তামা তার সম্পর্কের সমস্ত পেখম গচ্ছিত রাখতে শিখেছে ময়ুরের কাছে একফালি ট্রবেরী চাষে দ্যাখো ঈশ্বর নিজে নেমে আসে মাঠের প্রলাপে প্রথম প্রজাপতি দুহাত ভরে মেখে ফেলেছে আলো আঘাত কতোই না সমান্তরাল বেহিসেবী গাছের ছায়ায় দুলে ওঠে ঘুমের মাঝি  ...

যেদিন দ্বিতীয়বার জন্ম হলো বৃষ্টির আগাছা থেকে তার পরদিন গতপরশুর শরীরে জ্বর চৌকি পেতে বসে থাকার মতো বসে রইল একঘর আমি জেগে থাকি তৃতীয়ত এই নাও আমার নমস্কার ও ডালিম ফুলের কাব্য চুমুর মতো উজ্জ্বল ...
স্মৃতি রায় / আজন্মের উত্তাপ এক দুই তিন স্মৃতি রায় / আজন্মের উত্তাপ এক দুই তিন Reviewed by শব্দের মিছিল on সেপ্টেম্বর ০৪, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.