শর্মিষ্ঠা ঘোষ / কার কাছে যাব ?



কার কাছে যাব ? 
শর্মিষ্ঠা ঘোষ 


আমাদের কেউ নেই শূন্যতা ঈশ্বর ছাড়া 
কেউ নেই মায়ের মতন কেউ নেই আঁচল ধরার 
একটাই পালতু জীবন শেয়ালে শকুনে ছিঁড়ে খায় 
কার কাছে যাব ?

চোখ বাঁধা গান্ধারী ? চেয়ারে আসীন ভগবান ?
আমি যাকে পালি পুষি , যে ভাঙ্গে মাথায় কাঁঠাল ?
পরিজন বন্ধু স্বজন , আমার মতই আরো অসহায় ?
কার কাছে যাব ?

কেউ নেই কেউ নেই শুকনো আশ্বাস স্বান্তনা ছাড়া 
কপাল ভালো হলে জুটে যায় স্মরণ সভাও
কারো কিছু জানা নেই শকুনকে রোখা যাবে কিসে 
কার কাছে যাব ?

অথচ আমাদের দুটো দুটো চার হাত পা 
মিলিজুলি হলে পরে আরব অর্বুদ , শান্ত স্হবির
ভয় আর অক্ষম নিজেকে চেনায় , ভরসা করিনা
কার কাছে যাব?


শর্মিষ্ঠা ঘোষ /  কার কাছে যাব ?



শর্মিষ্ঠা ঘোষ / কার কাছে যাব ?  শর্মিষ্ঠা ঘোষ /  কার কাছে যাব ? Reviewed by শব্দের মিছিল on আগস্ট ১০, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.