বন্ধু
আভা সরকার মণ্ডল
রৌদ্র তাপের কারসাজিতে
বাইরে যখন খরা
ঘরের ভেতর বসে খুকু
পড়ে কত ছড়া ।
একেক ছড়ায় একেক রঙের
ছবি থাকে আঁকা
সেই ছবিতে খুকুর জন্য
ভালোবাসা রাখা ।
কে লিখেছেন এমন ছড়া ?
কে এঁকেছেন ছবি-- ?
জানতে চাইলে খুকু বলে,
"দাড়িওয়ালা রবি !
জন্ম-মৃত্যু জোড়াসাঁকোয়
তাঁর যে আমি জানি
সঙ্গে যখন কেউ থাকেনা
তাঁকেই বন্ধু মানি !"
আভা সরকার মণ্ডল / বন্ধু
Reviewed by শব্দের মিছিল
on
আগস্ট ০৮, ২০২৫
Rating:
Reviewed by শব্দের মিছিল
on
আগস্ট ০৮, ২০২৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন