মাইনাস ডিগ্রিতে
১
ধাক্কা খাচ্ছি শবে
আগ্নেয় লাভার জ্বর নয়
মৃত্যু কী শীতল !
তাপাঙ্কের মাইনাস ডিগ্রিতে
ছুটে চলছে লাশের বিহ্বল !
২
শরণার্থী ঈশ্বরের দরজায়
কব্জাগুলো হা হা রিক্ত নাশ
ধার্যমূল্য মাথাপিছু
মানুষই তো ঈশ্বরের দালাল
৩
পতাকা পৌছবে কবে আর
এক পায়ে দাঁড়িয়ে পাহাড় !
শিল্পনগরী
টুং
নাটবল্টু খসে পড়ল।
ইস্পাতনগরী স্পেসের বাইনোকুলার --
দৃশ্যগুলো
আনাচ কানাচ থেকে কুড়িয়ে নিচ্ছে
ভাঙা কাপ ডিশ
বিবাহ-বার্ষিকী
দুমড়ানো পোট্রেটের একজোড়া চোখ
টুং
পাশ ফিরে জেগে থাকে
আত্মসম্মানের এক টুকরো ফলিক অ্যাসিড
দু একটা কয়েন
গলে যাচ্ছে বিক্রিয়ায়
চাঁদ ক্লিনসিং
ক্লিয়পেট্রা অন্ধকারে ভেসে যাচ্ছে হাইড্রেনে
প্রোডাকশন থিয়োরি বেসিস
টুং
পিয়ানোয় তর্জনী মধ্যমা
আধফালি দৃশ্যমান
জিংগ্ল্ আসছেনা
আসছেনা আসছেনা
শুধু একটা চেনা গন্ধ
নীল নাইটি
ঘুমতে দিচ্ছেনা ------
বিদিশা সরকার | দুটি কবিতা
Reviewed by Test
on
জুন ২৮, ২০২৩
Rating:
Reviewed by Test
on
জুন ২৮, ২০২৩
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন