■ ফরাসডাঙার তাঁতঘর
একটা দশক শেষের পথে কালোবেড়ালের পোষা প্রেমিক যেন বন্ধক রাখে তার নতুন সেতার
চেনা রোড পেরিয়ে পুরোনো স্টেটাস যতই বদলে ফেলি
স্মরণ যদি দোর খোলে--- বদলে নেবার আবহ ছন্দে কবজি ডুবিয়ে
মনে পড়ে যায় বসন্তপাখির অভিষেকদিন।
তারপর অলকানন্দার কতশত জল মিশেছে সঙ্গমে। বেড়েছে বাঁশগাছ। ঝুঁকেছে পাতা...
সে শুধু ভূমিকাটুকু শেষ করে বাইশগজের কপালে নিভেয়েছে আগুন
এ সেই অদৃশ্য হাত ---
লক্ষ্মীপেঁচার কানে কানে পড়িয়েছে প্রভুত্ববাদ
সুদীর্ঘ আষাঢ় মাস
বেদানার ভেতর আজ সঙ্গী রজনীমালা----
পড়ন্ত বিকেল কেবলই নীল এক পোড়ার রথ
আর ফরাসডাঙার তাঁতঘর সামলায় শাঁখের কারুকাজ
কার্তিকেয় বাতাসের কুহু ডাক তবু ভিটেমাটিকে ঘিরে সুবর্ণরেখার প্রস্তুতিপর্বে
গাঙ সেই আড়ালের কোনো সুদৃশ্য ক্লাইমেক্স...
আর ফরাসডাঙার তাঁতঘর সামলায় শাঁখের কারুকাজ
কার্তিকেয় বাতাসের কুহু ডাক তবু ভিটেমাটিকে ঘিরে সুবর্ণরেখার প্রস্তুতিপর্বে
গাঙ সেই আড়ালের কোনো সুদৃশ্য ক্লাইমেক্স...
রুমা ঢ্যাং অধিকারী | ফরাসডাঙার তাঁতঘর
Reviewed by Test
on
ডিসেম্বর ৩১, ২০২২
Rating:
Reviewed by Test
on
ডিসেম্বর ৩১, ২০২২
Rating:

অপূর্ব!
উত্তরমুছুন