■ অনর্থক
কথা ফুরিয়ে গেছে ভেবেই আহত অভিমান
নির্বাক সম্পর্কে টেনেছে ইতি
আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন অধ্যায়
যত দিন গেছে সে অধ্যায়ে কালির আঁচড়
যেন বেশি করে ঘন হয়ে বসেছে
দাড়ি, কমার ধার ধারে নি উত্তপ্ত একটা লাইনও---
তরতর করে নেমে গেছে তারা প্রতিবাদী পথে
গল্প শেষ করার তাড়া ছিল যাদের
তারাও ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে একদিন
তাদেরও জানা ছিল না--- একমাত্র জীবন ছাড়া
বাকি সব কিছুৃরই জন্ম আছে শুধু ----মৃত্যু নেই---
শুরু আছে শুধু ---শেষ নেই
আত্মারও না---
রঙ পালটে পালটেই বেঁচে থাকে
সম্পর্ক এবং সমূহ সম্ভাবনা ---
অনর্থক তাই এত ভাবনা---
অকারণ এত অভিমানের যাতাকলে পিষ্ঠ হওয়া -----
আভা সরকার মন্ডল | অনর্থক
Reviewed by Test
on
ডিসেম্বর ৩১, ২০২২
Rating:
Reviewed by Test
on
ডিসেম্বর ৩১, ২০২২
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন