পরিক্রমণ
কখনও কখনও একটা টানটান দৌড়ের অংশীদারউদ্বিগ্নের অশ্বখুর
খাটের পাশে ছুটছে সন্ধের মণিকর্ণিকা
আগামীকাল যে কঠোর ফাঁক পঠিত হবে
শ্রাবণের অতৃপ্ত বর্ষায় পারদশিকারি হয়তোবা পাখির চঞ্চুতে
দেখে থাকবে ভ্রূণের লিংক
সেই ঠোঁট লবনাক্ত হওয়ার আগে
চোখ জেনেছে পাকস্থলীর ভবিষ্যৎকাল
জেগে থাকা এই দ্বীপের স্থানবরাবর
আমিই তো সেই হকারের সহকারী। পুরানো রঙিন শাড়ির
এলোমেলো মেজাজ নিয়ে ঢুকে যাওয়া বন্ধ্যাজনিত মুজরোয়
তাদের চাউনির ঘরে হাঁটু গেঁড়ে
তবে ঝাঁকিয়ে দিচ্ছি আশ্চর্যতম বাস্তবতা
রুমা ঢ্যাং অধিকারী
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০২০
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন