পরিচয় শেষ হলেসাঁদা হাস উড়ে যাচ্ছে শহরের বিষাদ ছুঁয়ে!চিনি তাকে!-হাঁস?প্রেমিকা অভিমান করে বসে!গাঢ় সবুজ ঢেকে দেয় চোখ!কেউ নিয়ে এল অরণ্যে...মরুভূমি এখানে চলচ্চিত্রের খলনায়কের মতহেরে যায়!ডিগবাজি খেতে খেতেনায়কের দীর্ঘ সংলাপগিলে নেয় ক্রোধে!সাদা হাঁস উড়ে যাচ্ছিল শহরের বিষাদ ছুঁয়ে!আর,প্রেমিকার অভিমানেজুড়ে যাচ্ছিল বেশ খানিকটা কালো।
তিতাস বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০২০
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন