♦মোমযে ছেলেটা ঈশ্বর ছুঁয়েছে , সে তোমাকে ছুঁতে পারেনিযে ছেলেটা তোমাকে ছুঁয়েছে , সে ঈশ্বর ছুঁতে পারেনিআসলে দু'জন-ই ছুঁয়েছে একটুকরো মোমযা আলিঙ্গনে শুধু গলে গ্যাছে
♦ ট্র্যাপিজবর্ষাস্নানে তোমাকে দেখিভিজে যাওয়া বকুল-কলিরবৃন্ত ছুঁয়ে দেখি – এক অপরূপ ভোরদেখি আদিমতম দৃশ্য ; যৌবনের তুফানভিতরে ভিতরে আমার ঘুমন্ত সাপ জেগে ওঠেআর তুমিও ঠিক ময়ূরী হয়ে যাও
পিন্টু ঘোষ
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০২০
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন