ধূর্তশিরোমণি
মুখোশেই ঢাকা ছিল তস্কর মুখ
আদরে ডেকেছি তাকে বন্ধু ভেবে কাছে
হাতে তার রঙদার যাদুকাঠি ছিল
বলেছিল, ফেরাবে সে বমাল ডাকাত
পর্যাপ্ত সুখ দেবে প্রতি ঘরে ঘরে
ভরে দেবে প্রত্যেকের লক্ষ্মীভাণ্ডার
কথার ঠমক আর সম্মোহনী যাদুমন্ত্রবলে তস্কর বনে গেছে ধূর্তশিরোমণি!
এরপর নাটকের প্রতি অঙ্কে ফেঁসে
হতোদ্যম নিরুপায় দর্শককুল
ক্রমশ পচন ধরে বিষবাষ্প সম্পৃক্ত মনে
ততক্ষণে কর্ষিত ঊর্বর ভূমি
হাইব্রিড দেশপ্রেম উৎপন্ন করে
এরপর দৃশ্যান্তরে ঘটনাক্রম
চিত্রনাট্য অনুযায়ী পরপর সাজানো যেমন.....
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন