চিন্ময় ঘোষ

চিন্ময় ঘোষ

ধূর্তশিরোমণি

মুখোশেই ঢাকা ছিল তস্কর মুখ​
আদরে ডেকেছি তাকে বন্ধু ভেবে কাছে​
হাতে তার রঙদার যাদুকাঠি ছিল
বলেছিল, ফেরাবে সে বমাল ডাকাত
পর্যাপ্ত সুখ দেবে প্রতি ঘরে ঘরে​
ভরে দেবে প্রত্যেকের লক্ষ্মীভাণ্ডার
কথার ঠমক আর সম্মোহনী যাদুমন্ত্রবলে​ তস্কর বনে গেছে ধূর্তশিরোমণি!
এরপর নাটকের প্রতি অঙ্কে ফেঁসে​ ​
হতোদ্যম নিরুপায় দর্শককুল​

ক্রমশ পচন ধরে বিষবাষ্প সম্পৃক্ত মনে​
ততক্ষণে কর্ষিত ঊর্বর ভূমি
হাইব্রিড দেশপ্রেম উৎপন্ন করে

এরপর দৃশ্যান্তরে ঘটনাক্রম
চিত্রনাট্য অনুযায়ী পরপর সাজানো যেমন.....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ