পরমা চক্রবর্তী

পরমা চক্রবর্তী

উজাড় 

যে বুক জুড়ে ছিলো ফুলেল উপত্যকা
আজ সে বুকে প্রাচীন দাবানল।
যে যা খুশী বলে বলুক,
তবুও মেয়েটির ঘুম ভাঙল না।

ছেড়ে আসার আগে দীর্ঘ অভ্যাসের
সংসার স্পর্শ করেছিলো বার বার।
বিছানার পুরোন গন্ধ নিয়েছিল নিশ্বাসে।
ফেলে আসাতেও ভালোলাগা থাকে।

কোথাও কোন এক জঙ্গল পুড়ছে।
মেয়েটির উত্তর দক্ষিণ এখন একাকার।
যে যা খুশী বলে বলুক,
মেয়েটি সঙ্গমেও কান্নার স্রোত মেলাতে জানে।


পরমা চক্রবর্তী পরমা চক্রবর্তী Reviewed by Pd on মে ১৫, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.