বিপ্লব পাল

বিপ্লব পাল
না বলা সংলাপ সমুদয়

এই ভাবে ছুঁয়ে থাকি তোমার সময় সুলুক
শেকড় বেয়ে চুপিচুপি নেমে আসি ক্ষুধার ভাস্কর্যে
জোছনার উঠোনে শব্দ খুঁজে বেড়াই, স্বপ্নশালুক
এই ভাবে ছুঁয়ে থাকি পরাগ শিহরণ
তোমার ডানার প্রতিলিপি
পরকীয়া ঠোঁটে অঝরে বৃষ্টি নামে

সমুদয় সংলাপে পুড়ে ছারখার গেরস্থালি
কত যে কথা বলা হল না, কত যে কথা তোমাকে বলেছি বৃক্ষজঠরে


বিপ্লব পাল বিপ্লব পাল   Reviewed by Pd on নভেম্বর ৩০, ২০১৯ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.