অভিজিৎ পালচৌধুরী

অভিজিৎ পালচৌধুরী
ভাঙন

কিছু ভাঙার
শব্দ পান
আপনি ?

ভাঙছে
ভেঙে টুকরো টুকরো
হচ্ছে
টুকরোগুলো
আর জোড়া
লাগছে না

কীসের অভিঘাতে
ভাঙছে সব
জানে সবাই
তাই খুঁজছে না

বরং ভাঙছে
নিজেকে
চুরমার করে
কিংবা আদৌ
ভাঙছে না

টের পাচ্ছেন
বুকের ভেতর !



অভিজিৎ পালচৌধুরী অভিজিৎ পালচৌধুরী Reviewed by Pd on নভেম্বর ৩০, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.