মহাজাগতিক পারায়ণ
"মমেদং স্যাৎ মমেদং স্যাৎ"
এ ভূমি আমার হোক,সে ভূমি আমার হোক.......
চৌকাঠে ঠাই দাঁড়িয়ে সময়ের ঘুনপোকা
ট্রিগার ছুঁয়ে থাকা শপথ কোন টগর ফুলের গল্প লেখে না
ডিনারটেবিলে রাজনীতির সমীকরণে
ঐকিক নিয়মের টিকমার্ক
দৈনন্দিন বারুদঘরে কোন স্পর্শতাবিজের ছবি নেই
গাঢ় সংগমরাতে ঢুকে পড়ছে রাষ্ট্রের বেয়নেট
শোবার ঘরের দেওয়ালে আত্মমুক্তির স্তব
"মমেদং স্যাৎ মমেদং স্যাৎ"
সাদাকালো শ্লোকটির ভবিতব্য
মুখ লুকিয়েছে প্রজন্মের সেল্ফিস্টিকে
সবুজায়ণের ভাবনা গুলি জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে
দৌড়ের মুদ্রাঘরে শেষ স্টেশনটি নাম কৃষ্ণগহ্বর-
আমাদের মহাজাগতিক পারায়ণ
"মমেদং স্যাৎ মমেদং স্যাৎ"
এ ভূমি আমার হোক,সে ভূমি আমার হোক.......
চৌকাঠে ঠাই দাঁড়িয়ে সময়ের ঘুনপোকা
ট্রিগার ছুঁয়ে থাকা শপথ কোন টগর ফুলের গল্প লেখে না
ডিনারটেবিলে রাজনীতির সমীকরণে
ঐকিক নিয়মের টিকমার্ক
দৈনন্দিন বারুদঘরে কোন স্পর্শতাবিজের ছবি নেই
গাঢ় সংগমরাতে ঢুকে পড়ছে রাষ্ট্রের বেয়নেট
শোবার ঘরের দেওয়ালে আত্মমুক্তির স্তব
"মমেদং স্যাৎ মমেদং স্যাৎ"
সাদাকালো শ্লোকটির ভবিতব্য
মুখ লুকিয়েছে প্রজন্মের সেল্ফিস্টিকে
সবুজায়ণের ভাবনা গুলি জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে
দৌড়ের মুদ্রাঘরে শেষ স্টেশনটি নাম কৃষ্ণগহ্বর-
আমাদের মহাজাগতিক পারায়ণ
মন্দিরা ঘোষ
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৯
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৯
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন