রাহুল ঘোষ

রাহুল ঘোষ
নষ্টদিন

আপাতত অস্ত্রের ডানা থেকে মুছে ফেলেছি রোদ।
তৃতীয় অধ্যায়ের পরে গড়ে উঠে যে-সব নগ্ন নির্জন
জমিয়েছে যত আত্মসুখী প্রহসন, তাদের তুড়ি মেরে
উড়িয়ে দিলাম ওইসব পরিচিত ছবিযাপনের দিকে।
কর্কটক্রান্তি ছুঁয়ে, যাওয়া-আসার নিয়মিত রাস্তায়
লিখে রাখা আশ্চর্য উজান অথবা একলা তারার আলো
হয়ে থাক গোপন দিনলিপি, গ্রস্ত উপত্যকার দহন।
মনে রেখো চোরাবালি, আমি এভাবেই সাজিয়েছি নষ্টদিন।




রাহুল ঘোষ রাহুল ঘোষ Reviewed by Pd on মে ২৬, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.