যদি ইচ্ছে করি পারি স্বর্গ নরক গুলে
তোমার আমার করতে কেবল সর্বজনীন ভুলে
যদি ইচ্ছে করি পারি দুরন্ত দুর্বার
শরীর সেঁচে তুলতে মুক্তো রক্তের তোলপাড়
পারা তেমন কঠিন কি কাজ ইচ্ছে করি যদি
সুখি গৃহকোণ কানে হেডফোন নিরবধি আহ্লাদী
পারার যত সুলুক তালুক হাতের রেখায় ধরি
না পারাতেও কিছু লাগে গাঁটস ফলাও প্রচার করি
ভাবি কতবার নরম কাব্য পদ্মপাতায় দেব
তুমি প্রীতিময় দাও ঠোঁটে ঠোঁট দোহে প্রেমগান গাব
এমন কপাল চায়না দুনিয়া অবহেলে বেঁচে থাকি
কলিকালে এসে নব শুকসারি যাত্রা যেমন দেখি
ঘিলু চুলকোয় অভিমানকথা ফেটে মহা শোরগোল
সেই মওকায় সুখের পায়রা তালেগোলে হরিবোল
দোষ কি আদৌ জমানার নাকি সে দোষে আমিও ভাগী
পান নুন চুন গুছোতে গুছোতে দুঃখ নিদান হাঁকি
যতটুকু টানি নিজের কোলেতে ঝোলের বাটিতে ক্যারা
পারি বলেই তো পারিনা প্রমাণে বেলতলা যায় ন্যারা
শর্মিষ্ঠা ঘোষ
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৯
Rating:
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৯
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন