!পাথর!
একটা পাথর কখনোই জানে না তার যন্ত্রণার রঙ কতটা লাল,
কতটা পুড়তে পারলে বিবর্ন চোখে ছেয়ে যাবে হলদেটে আকাশ,
কল্পনার কাচ শব্দ করে ভেঙে যায়!
তবুও এটাই সত্যি -
অন্য পাথরদের সংস্পর্শে এলে সূর্যাস্তের রঙ আবছা হয়ে যায়, নিমেষেই।
একটা পাথর কখনোই জানে না তার যন্ত্রণার রঙ কতটা লাল,
কতটা পুড়তে পারলে বিবর্ন চোখে ছেয়ে যাবে হলদেটে আকাশ,
কল্পনার কাচ শব্দ করে ভেঙে যায়!
তবুও এটাই সত্যি -
অন্য পাথরদের সংস্পর্শে এলে সূর্যাস্তের রঙ আবছা হয়ে যায়, নিমেষেই।
Address: Sukanta apartment , flat- B3/9,
Mahamayatal, Garia main road,
Kol-84.
দীপশিখা চক্রবর্তী
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৯
Rating:
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৯
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন