আশার বানী
ঝাঁ-চকচকে ইমারত, তার ঘুণধরা দেওয়াল!
চোখ ঝলসানো আলোর ভিতর ঘুটঘুটে বসতকাল!
সামাজিক জীব!তবু, অসামাজিক মতি।
প্রগতির নামে ঘটে চরম অবনতি।
সমাজনীতি, রাজনীতি ধর্মকর্ম যত..
স্বার্থান্ধ জীবন-পথে, ছুটছে অবিরত।
মানুষ হওয়া সত্ত্বেও, অভাব মানবিকতার -
অত্যাচারে করুণ হাল, আবালবৃদ্ধবনিতার।
সবকিছুরই শেষ আছে , আপ্তবাক্য মানি -
অন্ধকারেও জ্বলবে আলো, এটাই আশার বানী।।
ঝাঁ-চকচকে ইমারত, তার ঘুণধরা দেওয়াল!
চোখ ঝলসানো আলোর ভিতর ঘুটঘুটে বসতকাল!
সামাজিক জীব!তবু, অসামাজিক মতি।
প্রগতির নামে ঘটে চরম অবনতি।
সমাজনীতি, রাজনীতি ধর্মকর্ম যত..
স্বার্থান্ধ জীবন-পথে, ছুটছে অবিরত।
মানুষ হওয়া সত্ত্বেও, অভাব মানবিকতার -
অত্যাচারে করুণ হাল, আবালবৃদ্ধবনিতার।
সবকিছুরই শেষ আছে , আপ্তবাক্য মানি -
অন্ধকারেও জ্বলবে আলো, এটাই আশার বানী।।
স্বর্ণালী ঘোষ
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৯
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৯
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন