খাদ্যতালিকা
একশো উনিশটি দেশের মধ্যে জনগণের মুখে খাদ্য জোটার নিরিখে আপনি একশো নাম্বারে আছেন এখন ডিং ডং ... নিন ধর্ম দিয়ে পেট ভরান নিন জাতপাত খেয়ে পেট ভরান নিন যোগবলে পেট ভরান নিন এফআরডিআই ধুয়ে পেট ভরান দেশীয় কারখানা বন্ধ হয়ে মরে যান সব বিদেশ থেকে কমিশনে আসবে কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করুক দাম না পেয়ে ফসল ফেলে দিক রাস্তায় কালাধন আপনার জন্য হারাম আপনার সাদা টাকার ট্যাক্স মাল্য নীরব মোদী মেহুল চোকসিকে কে বাঁচাতে খরচ করুন হাসতে হাসতে নোটবন্দীর লাইনে দাঁড়িয়ে প্রাণ দিন সিয়াচেনে হিমাঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপুন দেখুন কাদের বস্তা আদতে ভরছে দেখুন কারা ছেলের বউকে গোল্ড প্লেটেড গাড়ি দিচ্ছে দেখুন কার এক একটা বিয়ের কার্ডের দাম দেড় লাখ টাকা দেখুন কে যোগবলে দ্বীপ কিনছে দেখুন কার ছেলের টার্নওভার একধাক্কায় চাঁদে পৌঁছে গেল আপনি দেখতে থাকুন আঁখ ফাড় ফাড়কে আপনি বিস্ময়ে বাকরোধ করে ফেলুন লম্বা করে শ্বাস টানুন ছাড়ুন পতঞ্জলি করুন করে খুশি থাকুন আপনি গুড সিটিজেন আপনি বাধ্য ভদ্র ধার্মিক বক ও জিরাফ ওরা ভাবে আপনি দেখতে পান না ওরা ভাবে আপনি বুঝতে পারেন না ওরা ভাবে আপনি শুনতে পান না কানে ওরা নিজেরা মুখ গুঁজে আছে বালিতে আপনি মুখ খুললে ওরা সুজাত বুখারি গৌরী লঙ্কেশ করে দেবে কেউ কিছু বলবে না কেউ কিছু করবে না কারণ আপনাকে ধর্মের আফিম খাইয়ে রাখা হয়েছে আপনি নেশাগ্রস্ত হয়ে ধর্ষণ করেন খুন করেন ভাবেন ধর্মযুদ্ধ করছেন ভাবেন এটাই দেশপ্রেম ভাবেন আপনি দেশদ্রোহীকে হত্যা করছেন মাত্র আপনি ক্রুসেডার আপনি হেঁটে হেঁটে স্বর্গে যাবেন আপনার জন্য সেখানে অগাধ ঐশ্বর্য অফুরন্ত সুখাদ্য পানীয় সম্ভার রাখা আছে স্বপ্ন দেখতে দেখতে আপনি ভুখাপেটে মরে যান আপনার পর যারা থাকবে তারপর যারা থাকবে তারপর ... তারা নামতে নামতে খাদ্য তালিকা থেকেই মিলিয়ে যাবে একদিন আপনি দেখার জন্য বলার জন্য শোনার জন্য কিছু করার জন্য বেঁচে থাকবেন না , ভাগ্যিস !
একশো উনিশটি দেশের মধ্যে জনগণের মুখে খাদ্য জোটার নিরিখে আপনি একশো নাম্বারে আছেন এখন ডিং ডং ... নিন ধর্ম দিয়ে পেট ভরান নিন জাতপাত খেয়ে পেট ভরান নিন যোগবলে পেট ভরান নিন এফআরডিআই ধুয়ে পেট ভরান দেশীয় কারখানা বন্ধ হয়ে মরে যান সব বিদেশ থেকে কমিশনে আসবে কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করুক দাম না পেয়ে ফসল ফেলে দিক রাস্তায় কালাধন আপনার জন্য হারাম আপনার সাদা টাকার ট্যাক্স মাল্য নীরব মোদী মেহুল চোকসিকে কে বাঁচাতে খরচ করুন হাসতে হাসতে নোটবন্দীর লাইনে দাঁড়িয়ে প্রাণ দিন সিয়াচেনে হিমাঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপুন দেখুন কাদের বস্তা আদতে ভরছে দেখুন কারা ছেলের বউকে গোল্ড প্লেটেড গাড়ি দিচ্ছে দেখুন কার এক একটা বিয়ের কার্ডের দাম দেড় লাখ টাকা দেখুন কে যোগবলে দ্বীপ কিনছে দেখুন কার ছেলের টার্নওভার একধাক্কায় চাঁদে পৌঁছে গেল আপনি দেখতে থাকুন আঁখ ফাড় ফাড়কে আপনি বিস্ময়ে বাকরোধ করে ফেলুন লম্বা করে শ্বাস টানুন ছাড়ুন পতঞ্জলি করুন করে খুশি থাকুন আপনি গুড সিটিজেন আপনি বাধ্য ভদ্র ধার্মিক বক ও জিরাফ ওরা ভাবে আপনি দেখতে পান না ওরা ভাবে আপনি বুঝতে পারেন না ওরা ভাবে আপনি শুনতে পান না কানে ওরা নিজেরা মুখ গুঁজে আছে বালিতে আপনি মুখ খুললে ওরা সুজাত বুখারি গৌরী লঙ্কেশ করে দেবে কেউ কিছু বলবে না কেউ কিছু করবে না কারণ আপনাকে ধর্মের আফিম খাইয়ে রাখা হয়েছে আপনি নেশাগ্রস্ত হয়ে ধর্ষণ করেন খুন করেন ভাবেন ধর্মযুদ্ধ করছেন ভাবেন এটাই দেশপ্রেম ভাবেন আপনি দেশদ্রোহীকে হত্যা করছেন মাত্র আপনি ক্রুসেডার আপনি হেঁটে হেঁটে স্বর্গে যাবেন আপনার জন্য সেখানে অগাধ ঐশ্বর্য অফুরন্ত সুখাদ্য পানীয় সম্ভার রাখা আছে স্বপ্ন দেখতে দেখতে আপনি ভুখাপেটে মরে যান আপনার পর যারা থাকবে তারপর যারা থাকবে তারপর ... তারা নামতে নামতে খাদ্য তালিকা থেকেই মিলিয়ে যাবে একদিন আপনি দেখার জন্য বলার জন্য শোনার জন্য কিছু করার জন্য বেঁচে থাকবেন না , ভাগ্যিস !
sharmisthaghosh1974@gmail.com
শর্মিষ্ঠা ঘোষ
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন