সঞ্জীব সেন



পথ

একটি সূচিচিশুভ্র শাড়ি পূবের  আকাশে মেলেছে যে,

এক পূর্নবতী বৃষ্টিতে ভেজার আকাঙ্খায়,
এখটি দিদ্ধাগ্ৰস্ত মন ক্রমশ সরে যায়,
তাকে আমি ডাকনামে চিনি,

প্রত্যাগমন নেই,হয়না,
সবাই একমুখি যাত্রী
তবুও ব্যালকনীতে  প্রতিক্ষার চোখ
শ্রাবন্তির কারুকাজ প্রথম দেখায়
ভিতর ঘর যতটা ওলোট পলোট
ততটাই দ্বিধাগ্ৰস্ত মন নিয়ে,

মন থেকে শরীর আলাদা রাখতে জানে ,সেই হলো
আদর্শ প্রেমিক,এসব জেনেছি কাব্য পড়ে,
তবুও কুয়াশা ভোরে হারিয়ে যায় বন্দর
জলজ উপস্ততি নিয়ে জঘন শান্ত পায়ে
যে মেঘ একদিন  ভিজিয়েছিল ধ্যানীবৃক্ষ,
তারপর থেকে প্রতিটি ভোর চূড়ান্ত উপস্থিতি  নিয়ে প্রতিক্ষায় থাকি,

বিনা বিদ্যুতে পুরে গেলে
সে আগুন নেভে কি?
সবুজ ছবি নিয়ে হারিয়ে যায় কুয়াশার পথে,
তবুও ফিরে আসতে চায় শুরুর দিকে,
প্রত্যাশার প্রহর শেষ হলে ফিরে আসার
ইচ্ছেরা  পথ হারিয়ে ক্লান্ত হয়ে যায়।





সঞ্জীব সেন সঞ্জীব সেন Reviewed by Pd on জুন ৩০, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.