তারাশংকর বন্দ্যোপাধ্যায়

তারাশংকর বন্দ্যোপাধ্যায়
 ভুলের ভিতর থেকে 

আমি ভাবলাম আমারই জন্য বৃষ্টিপাত
আসলে তখন অনেক গভীরে ঘনিয়েছে এক মায়াবি ডিপ্রেশন আমি ভাবলাম সমস্ত মহল জুড়ে দহনের ছাই আসলে আত্মার ভিতরে তখন গনগণে আগুনের আঁচ। এভাবে ভাবনাগুলো মাঝে মাঝে ভুল হয়, ধাক্কা খায় সাজানো দেওয়ালে। কিছু ইচ্ছা বারবিকিউতে ঝলসে যায় পৌষের বিকেলে, ভুল পথ, ভুল ভালোবাসা, এসবের পরিক্রিমা সেরে শীতের বাতাস ফেরে হিমগায়ে বন্ধ জানলায়।

আসলে নদী নয়, নদীতীর মনে রাখে
কবে কোন পোড়াকাঠ জোয়ারের জলে ভেসে গেছে।

কতটা রোদ্দুর পেলে কোন গাছে ফুল ফোটে
ভেবে দেখিনি তো!
তবু মনে মনে কখনও বা অপেক্ষায় থাকি
কেউ এসে দাড়িয়েছে সুজাতার মত,
স্তব্ধতায় ভরে থাকা আসমুদ্র হিমাচল
শব্দে শব্দে ভরে যাচ্ছে উল্লসিত শিশুদের হাসিমুখ ছুঁয়ে।




তারাশংকর বন্দ্যোপাধ্যায় তারাশংকর বন্দ্যোপাধ্যায় Reviewed by Pd on জানুয়ারি ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.