ফিরে আসা শীতঘুমের পর
শীতঘুম শেষ করে ফিরে আসছি
'কাঁকর-জলার' আল ধরে
দল হারা গাভীর মত ভয়ার্ত - নিষ্পলক!
কংক্রীট বাঁধানো রাস্তা দু'দিকে সমান্তরাল.......
শহরের উপকণ্ঠে পলি জমে আছে বিস্তর
দুহাত দিয়ে সরাতে থাকি প্রাণপণ;
ধোঁয়াটে বাতাসের নিঃশ্বাসে বিষাক্ত জন্মভূমি!
গলির কোনে, যেখানে ময়লার গাড়ি দাঁড়িয়ে সিটি বাজায় রোজ
গুনে গুনে তার থেকে দশ পা দূরে আমার বাসা, সবুজ রঙা।
শীতঘুম শেষ করে ফিরে আসছি
'কাঁকর-জলার' আল ধরে
দল হারা গাভীর মত ভয়ার্ত - নিষ্পলক!
কংক্রীট বাঁধানো রাস্তা দু'দিকে সমান্তরাল.......
শহরের উপকণ্ঠে পলি জমে আছে বিস্তর
দুহাত দিয়ে সরাতে থাকি প্রাণপণ;
ধোঁয়াটে বাতাসের নিঃশ্বাসে বিষাক্ত জন্মভূমি!
গলির কোনে, যেখানে ময়লার গাড়ি দাঁড়িয়ে সিটি বাজায় রোজ
গুনে গুনে তার থেকে দশ পা দূরে আমার বাসা, সবুজ রঙা।
সঞ্জয় মন্ডল
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন