বন্যা ব্যানার্জি

 বন্যা ব্যানার্জি
 উৎসর্গ - 

তুমুল বৃষ্টি তে ভিজে গেল যে শ্রাবণ
তুমি তার জলরঙে ছবি এঁকে গেছো একমনে।
আমার ও কিছু কথা ছিল
কিছু স্বীকারোক্তি
লুকিয়ে থাকা কিছু শব্দও।
ঝুলবারান্দার আড়ালে গড়ে ওঠা কবিতাটির কোন অন্তমীল নেই।
উৎসর্গে একটি নদীর নাম।
অমলকান্তি রোদ্দুর হতে না পারলেও
কবিতা হয়েছিল।





বন্যা ব্যানার্জি  বন্যা ব্যানার্জি Reviewed by Pd on ডিসেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.