মেঘ ও বৃক্ষ
ওই মেঘখন্ডটি তোমার, ওকে দেখে রেখো –
বহুকাল আগে ও তোমার কোল চেয়েছিল
ও তোমাকে ভেজাবে, ভাসাবে- হয়তো কাঁদাবেও
তবু দেখে রেখো ওকে, ভালোবেসো
জীবনভর যে স্থিরতার সাধনা করেছ তুমি
আঁকড়ে ধরেছ স্থবিরতা
ওই মেঘখন্ডটি তার বিপরীতে দাঁড়িয়ে, চিরকাল
তোমাকে শিখিয়েছে ভ্রমণ – ভ্রাম্যমানতার বোধ...
ওকে দেখে রেখো
ওই বৃক্ষটি তোমার, ওকে আলো দিও,
আর দিও জল-টল এইসব
বহুকাল আগে ও তোমার মন চেয়েছিল
ও তোমাকে ছুয়ে দেবে, ঢেকে দেবে
ঝড়ের মত মাথা নেড়ে উড়িয়ে দেবে চুল
তবু ওকে আলো দিও, জল দিও
আর একটা প্রাথমিক ঘেরাটোপ
যে নেশায় তুমি বারবার ভেঙে ফেল ঘর
সম্পর্কগুলো কাঁচি দিয়ে কুচিকুচি করে কাটো
ওই বৃক্ষটি তার বিপরীতে দাঁড়িয়ে, তোমাকে
চিরকাল শিখিয়েছে স্থির থাকা, করেছে সহনশীল...
ওকে দেখে রেখো, আলো জল দিও
বৃক্ষটি আজ ডেকেছে মেঘখন্ডটিকে
হয়তো আছে কোন গভীর আলোচোনা,
হয়তো দু’জন দু’জনকে –
তুমি ওদের মধ্যস্থ হবে ?
ডাইনিং টেবিল
চাঁদের মুখের সামনে দাঁড় করিওনা অন্য কোন চাঁদ
মুখ ঢেকে দিও না অন্য কোন মুখের আড়ালে
এখানে অসংখ্য ফাঁদ ... আমি দুই হাত,
তুমি নাহয় একহাতই বাড়লে
এরকম সূর্যাস্ত চাইনি কোনদিন,কোথাও এতটুকু
মেঘ নেই,কাকে দেব শেষ রঙটুকু?
চাঁদের মুখের ওপর কেউ পোস্টার সেঁটে দিলো
চাঁদ কেটে বানালো ডাইনিং টেবিলও ...
মানুষটা মানুষেরই মত,তবু গায়ে তার বিজাতীয় নীল
ফুল নয়,ফুলের মত— সুগন্ধ অমিল
চলো খেয়ে নিই,ওই তো ডাইনিং টেবিল
ওই মেঘখন্ডটি তোমার, ওকে দেখে রেখো –
বহুকাল আগে ও তোমার কোল চেয়েছিল
ও তোমাকে ভেজাবে, ভাসাবে- হয়তো কাঁদাবেও
তবু দেখে রেখো ওকে, ভালোবেসো
জীবনভর যে স্থিরতার সাধনা করেছ তুমি
আঁকড়ে ধরেছ স্থবিরতা
ওই মেঘখন্ডটি তার বিপরীতে দাঁড়িয়ে, চিরকাল
তোমাকে শিখিয়েছে ভ্রমণ – ভ্রাম্যমানতার বোধ...
ওকে দেখে রেখো
ওই বৃক্ষটি তোমার, ওকে আলো দিও,
আর দিও জল-টল এইসব
বহুকাল আগে ও তোমার মন চেয়েছিল
ও তোমাকে ছুয়ে দেবে, ঢেকে দেবে
ঝড়ের মত মাথা নেড়ে উড়িয়ে দেবে চুল
তবু ওকে আলো দিও, জল দিও
আর একটা প্রাথমিক ঘেরাটোপ
যে নেশায় তুমি বারবার ভেঙে ফেল ঘর
সম্পর্কগুলো কাঁচি দিয়ে কুচিকুচি করে কাটো
ওই বৃক্ষটি তার বিপরীতে দাঁড়িয়ে, তোমাকে
চিরকাল শিখিয়েছে স্থির থাকা, করেছে সহনশীল...
ওকে দেখে রেখো, আলো জল দিও
বৃক্ষটি আজ ডেকেছে মেঘখন্ডটিকে
হয়তো আছে কোন গভীর আলোচোনা,
হয়তো দু’জন দু’জনকে –
তুমি ওদের মধ্যস্থ হবে ?
ডাইনিং টেবিল
চাঁদের মুখের সামনে দাঁড় করিওনা অন্য কোন চাঁদ
মুখ ঢেকে দিও না অন্য কোন মুখের আড়ালে
এখানে অসংখ্য ফাঁদ ... আমি দুই হাত,
তুমি নাহয় একহাতই বাড়লে
এরকম সূর্যাস্ত চাইনি কোনদিন,কোথাও এতটুকু
মেঘ নেই,কাকে দেব শেষ রঙটুকু?
চাঁদের মুখের ওপর কেউ পোস্টার সেঁটে দিলো
চাঁদ কেটে বানালো ডাইনিং টেবিলও ...
মানুষটা মানুষেরই মত,তবু গায়ে তার বিজাতীয় নীল
ফুল নয়,ফুলের মত— সুগন্ধ অমিল
চলো খেয়ে নিই,ওই তো ডাইনিং টেবিল
রূপক সান্যাল
Reviewed by Pd
on
অক্টোবর ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন