ত্যাগীশ্বর হে..
তোমার পাদপীঠে মাথা রাখি
এভাবেই নতজানু হতে হয়..
অলীক আলোয় ভরে ওঠে দিগন্ত
স্নিগ্ধ ভোরের আলোর মতো রঙে ভৈরবী গায় গঙ্গা
আসমুদ্রহিমাচলে ছড়িয়ে পড়েছে তোমার নব-নাম
এক ত্যাগীশ্বরের কথা শিখছে অখণ্ড বঙ্গদেশ
নতুনভাবে!
অথচ কিছু না ভেঙে!
‘দশবার গীতা বললে ত্যাগ হয়ে যায়..’
তিনি বলছেন..
আমি শুনছি...
শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগের উপাখ্যান
নিজের জীবনের উদাহরণে...
তোমার পাদপীঠে মাথা রাখি
এভাবেই নতজানু হতে হয়..
অলীক আলোয় ভরে ওঠে দিগন্ত
স্নিগ্ধ ভোরের আলোর মতো রঙে ভৈরবী গায় গঙ্গা
আসমুদ্রহিমাচলে ছড়িয়ে পড়েছে তোমার নব-নাম
এক ত্যাগীশ্বরের কথা শিখছে অখণ্ড বঙ্গদেশ
নতুনভাবে!
অথচ কিছু না ভেঙে!
‘দশবার গীতা বললে ত্যাগ হয়ে যায়..’
তিনি বলছেন..
আমি শুনছি...
শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগের উপাখ্যান
নিজের জীবনের উদাহরণে...
অভিজিৎ পাল
Reviewed by Pd
on
অক্টোবর ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন