অভিষেক মিত্র



 আমরা সভ্য মানুষ 

আমরা মশাই সভ্য মানুষ,
খাই না কাঁচা মাংস,
নিউজ পেপার খুললে দেখি
খুনটা কি নৃশংস।

যখন তুমি নষ্ট হলে,
প্রেমের দৌড় শেষ,
সভ্য বলেই লুকিয়ে দেখি,
তোমার এম.এম.এস ।

চুরির তাগিদে কপিরাইট,
সুখের জন্যে লুট,
যুদ্ধং দেহি চেঁচিয়ে যাব,
পকেটে চিরকুট।

আমরা ডুবে আই. পি. এলের,
ক্রিকেট খেলার স্কুপে,
সভ্য বলেই যাচ্ছি ভেসে,
চিটফান্ড, তছরুপে।

প্রমোশনের জন্য দাদা,
কাড়ছি পরের মই,
আমরা না সব সভ্য মানুষ,
কিন্তু, সভ্যতাটা কই?



অভিষেক মিত্র অভিষেক মিত্র Reviewed by Pd on অক্টোবর ২৬, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.