জয়ীতা ব্যানার্জী গোস্বামী

জয়ীতা ব্যানার্জী গোস্বামী
 আকাশ আঁচল আর মা 

যেভাবে পরমান্ন সাজাও
             ছুঁয়ে থাকো চিবুকে কপালে

যেভাবে গাছের পাশে গাছ এনে বসাও
     আর
         রোদ ফিরে যায় চোকাঠের ওপার থেকে -

সেভাবেই ...দুহাতে তুলো ভরে আমি এসে দাঁড়াই তোমার পাশে

আমার আঁচলের সুতোয় জড়িয়ে থাকে আগামী
তুমি বর্তমান হয়ে ছড়িয়ে থাকো শরীরে

আকাশের ডাকনামে বেড়ে উঠি তুমি আমি সে ...

শুধু যে নামের বিকল্প কেউ খোঁজেনি কখনও...
ত্যাগ ' আর মা 'কে আমি সেই নামে ডাকি



জয়ীতা ব্যানার্জী গোস্বামী জয়ীতা ব্যানার্জী গোস্বামী Reviewed by Pd on অক্টোবর ২৬, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.