বিউটি সাহা

বিউটি সাহা
 "নিরন্ন তুমি" 

জলমগ্ন তোমার সোনা জমি
তোমার উঠোনে নিকোনো উনুন মাটি গলা
আমার মুখে অন্ন জোগানো দুটি হাত
'নিরন্ন তুমি', একলা লাঙল ফলা।

বৃষ্টি চেয়েছি সোনার ধানের আশায়
বৃষ্টি চেয়েছি প্রখর রৌদ্র ও তাপে
আবারও জানি ফুটিফাঁটা হবে মাটি
বৃষ্টি চাইতে এখন বুকটা কাঁপে।



বিউটি সাহা বিউটি সাহা Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.