দেবজিৎ দে

দেবজিৎ দে
 রিং টোন 

হুইসেল দিয়ে থেমেছে ট্রেন -
একেবারে , ঘেমে !
ইউনির্ফম খুলে গেছে প্রহরী -
কারশেডে নেমে ।

সকাল রোদের টাকা আজ -
নৈশ-লোকে , আধুলি !
ব্রত , উপবাস লাগেনি কাজে -
ছিঁড়ে গেছে মাদুলি !

পুজোর সওদা ছড়ানো আছে -
বাঙ্কের কোনে ,
সীটে অচেতন ! শুয়ে রূপসী -
রিং বাজে ফোনে !



দেবজিৎ দে দেবজিৎ দে Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.