ইন্দ্রাণী সমাদ্দার

ইন্দ্রাণী সমাদ্দার
 - মন 



মন তুই বড্ড বোকা ,
ভাঙল মন কিন্তু
আওয়াজ হল না।
দুই মনে কানা-কানি
মনে মনে মান, ভাঙাভাঙি
মনে মনে কত কথা ।
কত হাসি,কত খেলা।
শুধু আরেক মন তা জানল না।



একদিন ঠিক হারিয়ে যাব
যেতে যেতে ভাসিয়ে দেব
এক জীবনের সঞ্চিত অপমান,
অসম্মান আর মনের ভিতর
অবিরাম রক্তক্ষরণ ..



ইন্দ্রাণী সমাদ্দার ইন্দ্রাণী সমাদ্দার Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.