শূন্যের ডাকে
এবার থামুক শহর
ডিঙিয়ে যাব এক এক করে
আকাশচুম্বীর বহর
কিমবা
মাটিতে শোয়ানো বস্তির দিন রাত
কোনো এক আগন্তুকের পিছু পিছু
পৌছেযাব শীতল দেশে,
রোদকে ভালবেসে বাদিকে রেখে
মেখে নেব বৃষ্টি আমার
কুয়াশায় ভরে নেবো শরীর
ঘুম আসবে যখন
নীল যাকিছু জড়িয়ে নিয়ে
আরেক দফা উড়ান ঘুম ভাঙলেই--
স্থির অস্থিরের যত রসায়ন
জৈবিক নিয়ম ভেঙে মিশবে নীলাচলে
সাক্ষী থেকে যেতে আসতে পারো
এ 'মুক্তি উৎসবে'র।
এবার থামুক শহর
ডিঙিয়ে যাব এক এক করে
আকাশচুম্বীর বহর
কিমবা
মাটিতে শোয়ানো বস্তির দিন রাত
কোনো এক আগন্তুকের পিছু পিছু
পৌছেযাব শীতল দেশে,
রোদকে ভালবেসে বাদিকে রেখে
মেখে নেব বৃষ্টি আমার
কুয়াশায় ভরে নেবো শরীর
ঘুম আসবে যখন
নীল যাকিছু জড়িয়ে নিয়ে
আরেক দফা উড়ান ঘুম ভাঙলেই--
স্থির অস্থিরের যত রসায়ন
জৈবিক নিয়ম ভেঙে মিশবে নীলাচলে
সাক্ষী থেকে যেতে আসতে পারো
এ 'মুক্তি উৎসবে'র।
অরূপ কুমার পাল
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন