স্বাধীনতা কেনো এত ভয় পাও মেয়ে? চেনা রাত্রিকে এখনও তুমি! পথে একা যেতে এখনও ভয়?নিজেরই তো জন্মভূমি ! তবে যে সবাই স্বাধীনতা বলে স্বাধীনতা দিবস মানে ! স্বাধীনতার আসল মানেটা কি, সেটা কি সবাই জানে ? যেদিন মেয়ে তুমি পাবেই পাবে, মানুষেরই সম্মান , সেদিন দেশটা অনেক এগোবে স্বাধীনতা পাবে প্রাণ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন